Ridge Bangla

ট্রাম্প বিরোধ থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের, টেসলার সিইও এবং স্পেসএক্স প্রধান ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি জানান, ‘আমেরিকা পার্টি’ নামে এই দলটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুইদলীয় ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে গঠিত হয়েছে।

মাস্ক বলেন, “আমাদের দেশে এখন একদলীয় শাসন চলছে, গণতন্ত্র নয়। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।” তিনি আরও জানান, এক্স-এ চালানো এক জরিপে প্রায় ৫.৩ মিলিয়ন মানুষ অংশ নেন, যার মধ্যে ৮১ শতাংশ নতুন রাজনৈতিক দল চেয়েছেন।

তবে এখনো দলটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনের (FEC) কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। মাস্ক জানিয়েছেন, তার দল ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে অংশ নিতে চায় এবং কংগ্রেসে প্রভাব বিস্তার করতে চায়।

এই ঘোষণার পেছনে রয়েছে মাস্ক ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলমান দ্বন্দ্ব। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র মাস্ক ট্রাম্পের প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও, গত মে মাসে তিনি পদত্যাগ করেন। এরপর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

মাস্কের দাবি, ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নামে একটি বিল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিলের প্রতিবাদেই তিনি নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন। ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “ইলন মাস্ক ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি। ভর্তুকি ছাড়া তাকে দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো।”

এদিকে, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং জানিয়েছেন, তিনি মাস্কের সঙ্গে এই উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন এবং দুইদলীয় আধিপত্য ভাঙার প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। ইয়াং বলেন, “আমি খুশি যে কেউ এই দ্বিদলীয় ব্যবস্থার বাইরে কিছু করতে চাইছে, এবং আমি তাকে পথ দেখাতে সাহায্য করতে প্রস্তুত।”

তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো তৃতীয় কোনো দলের জন্য খুব একটা সহায়ক নয়। ইতিহাসে বহু তৃতীয় দল গঠনের চেষ্টা ব্যর্থ হয়েছে। মাস্কের বিপুল সম্পদ ও জনপ্রিয়তা থাকলেও, রাজনৈতিক পরিকাঠামো, ব্যালট অ্যাকসেস এবং সংগঠনিক কাঠামোর অভাব তার দলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৮

আরো পড়ুন