Ridge Bangla

ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের শীর্ষ আলেমের ধর্মীয় ফতোয়া

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

ফতোয়ায় আল্লাহর “শত্রু” হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, “যেকোনো ব্যক্তি বা শাসক যিনি ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার প্রতি হুমকি প্রদান করেন, তাকে ‘মোহারেব’ বা যুদ্ধবাজ হিসেবে বিবেচনা করা হবে।” ইসলামী আইনে ‘মোহারেব’ হলো সেই ব্যক্তি, যে আল্লাহ ও তাঁর বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে।

শিরাজির ফতোয়ায় আরও বলা হয়েছে, “এই শত্রুদের প্রতি কোনো মুসলমান বা ইসলামী রাষ্ট্রের সহযোগিতা বা সমর্থন প্রদান করা হারাম। কেউ যদি ইসলামী কর্তব্য পালন করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হন, তবে তিনি আল্লাহর রাস্তায় মুজাহিদের মর্যাদা লাভ করবেন, ইনশাআল্লাহ।”

প্রসঙ্গত, ১৩ জুন থেকে ইরান-ইসরাইলের মধ্যে শুরু হওয়া ১২ দিনব্যাপী সংঘর্ষে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার জন্য ইসরাইলকে দায়ী করা হয়। জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলের বিভিন্ন শহরে। এর মধ্যে ইসরাইলের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্রও ইসরাইলের পক্ষে যুক্ত হয়। পাল্টা জবাবে তেহরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ জুন কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরাইল।

এর আগে ১৯৮৯ সালে ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদির বিরুদ্ধে জারি করা একটি ফতোয়া বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, যেখানে তাঁর বই The Satanic Verses ইসলামবিদ্বেষী বলে আখ্যায়িত করা হয়েছিল।

আরো পড়ুন