Ridge Bangla

ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় তার নিরলস ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ বছর শান্তিতে নোবেল দেওয়া হয়েছে মাচাদোকে।

বিবৃতিতে বলা হয়, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এমন এক দৃঢ়চেতা নারী নেত্রীর কাছে, যিনি স্বৈরতন্ত্রের অন্ধকারেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন এবং জনগণের স্বাধীনতার জন্য নির্ভীকভাবে লড়ছেন।”

মাচাদো ভেনেজুয়েলার বিরোধী জোট ‘ডেমোক্র্যাটিক ফোর্সেস’-এর নেতা এবং বর্তমান সরকারের একনায়কতান্ত্রিক নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার নেতৃত্বে দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পায়। নোবেল কমিটি তাকে লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বর্ণনা করেছে।

বিবিসি জানায়, ২০২৫ সালের শান্তিতে নোবেলের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়ে, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংগঠন ছিল। এর আগে গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক বোমা হামলার শিকার ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে এবং বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন