Ridge Bangla

ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার চিঠির জবাব দিলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভুক্তভোগী শিশুদের নিয়ে একটি চিঠি লিখেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সেই চিঠিরই জবাব মিলেছে এবার। শুক্রবার (১০ অক্টোবর) মেলানিয়া জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর পাঠানো চিঠির জবাব দিয়েছেন। ওই চিঠিতে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শিশু ভুক্তভোগীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এক বিবৃতিতে মেলানিয়া জানান, পুতিনের সঙ্গে একটি খোলা যোগাযোগ চ্যানেল স্থাপিত হয়েছে এবং এর মাধ্যমে যুদ্ধে বাস্তুচ্যুত কিছু ইউক্রেনীয় শিশুকে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন করানো সম্ভব হয়েছে। গত আগস্টে আলাস্কা সফরের সময় প্রেসিডেন্ট পুতিনের হাতে ব্যক্তিগতভাবে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠির কিছু অংশ শেয়ার করেছেন। এতে মেলানিয়া পুতিনকে উদ্দেশ্য করে লিখেছেন, শিশুদের সুরক্ষা দেওয়া শুধু রাশিয়ার জন্য নয়, মানবতার জন্যও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩২

আরো পড়ুন