Ridge Bangla

ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রচারে মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক ভারতের ওপর আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। রাশিয়ার তেল ও অস্ত্র কেনার কারণে ভারতকে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা শুল্কের আওতায় আনা হয়। এর ফলে মার্কিন কর্তৃক বিশ্বের সর্বোচ্চ শুল্কের শিকার দেশগুলোর একটি ভারত। অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপের ফলে ভারতের রপ্তানি খাতে বড় ধাক্কা লাগবে। পাশাপাশি লাখো মানুষের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তবে এই ধাক্কা সামাল দিতে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত আমেরিকার এই নতুন শুল্ক আরোপের ফলে পোশাক, হীরা, সামুদ্রিক খাবারসহ বিভিন্ন রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর ছাড়ের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, দীপাবলির আগে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসার জন্য বড় ধরনের কর ছাড়ের ঘোষণা আসবে।

স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে মোদি ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের সামনে “স্বদেশি” বা “মেড ইন ইন্ডিয়া” বোর্ড টানানোর আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের আত্মনির্ভর হতে হবে গর্বের সঙ্গে, হতাশায় নয়।”

অর্থনীতিবিদরা মনে করছেন, উৎপাদন খাত জিডিপির মাত্র ১৫ শতাংশে স্থবির থাকলেও প্রত্যক্ষ ও পরোক্ষ কর কাঠামোতে সংস্কার আনতে পারলে শুল্কের আঘাত কিছুটা প্রশমিত হতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন