Ridge Bangla

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় তেলের দাম কমছে, ইরান জানাল ভিন্ন কথা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত হ্রাস পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬৮ ডলারে নেমে এসেছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। সোমবারের ট্রেডিং সেশনে তেলের দাম ৭ শতাংশ কমে যায় এবং মঙ্গলবার আরও ৪ শতাংশ কমে যায়।

এই দামের পতন ১২ জুনেরও নিচে নেমেছে—যেদিন ইসরায়েল প্রথম ইরানে হামলা চালিয়েছিল। এর ফলে এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী হয়েছে।

এর আগে সোমবার (২৩ জুন) দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরপরই ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে জানান, ইরান ও ইসরায়েল ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ধাপে ধাপে সামরিক অভিযান গুটিয়ে নেবে।

তবে টাইমস–এর এক প্রতিবেদন অনুযায়ী, ইরান এ ধরনের কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং ট্রাম্পের ঘোষণাকে “মিথ্যা” বলে দাবি করেছে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইরান যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা অনুভব করে না।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কাতার ও ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় কাতার কড়া নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে ইরান জানায়, তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র মার্কিন ঘাঁটি, কাতারের জনগণ নয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন