Ridge Bangla

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে শান্তি চুক্তি স্বাক্ষর করল আর্মেনিয়া-আজারবাইজান

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ নেই) এ চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তি স্বাক্ষরের পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান করমর্দন করেন। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরিবহন রুট উন্মুক্ত করবে এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও জোরদার করবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “দুই দেশ সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। আজ আমরা ককেশাসে শান্তি প্রতিষ্ঠা করছি। বহু বছরের যুদ্ধ, দখলদারিত্ব ও রক্তপাত বন্ধ হয়েছে। তারা ৩৫ বছর ধরে লড়াই করছে, এখন তারা বন্ধু এবং দীর্ঘদিন তারা বন্ধু থাকবে।”

দুই দেশের মধ্যে বিরোধের মূল কেন্দ্র ছিল বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল। আজারবাইজানের ভেতরে অবস্থিত এই ভূখণ্ডটি ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে। সাবেক সোভিয়েত এই দুই রাষ্ট্র ২০২০ সালেও ওই অঞ্চলের দখল নিয়ে প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে পড়ে।

আরো পড়ুন