Ridge Bangla

ট্রাম্পকে হত্যাচেষ্টা: শাস্তি পেলেন মার্কিন ৬ সিক্রেট গোয়েন্দা কর্মকর্তা

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গাফিলতির অভিযোগে ছয়জন মার্কিন সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের ১০ থেকে ৪২ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি।

সংস্থাটি জানায়, এ সিদ্ধান্তের উদ্দেশ্য ভবিষ্যতে এ ধরনের মারাত্মক নিরাপত্তা ত্রুটি রোধ করা। বরখাস্তের নির্দিষ্ট কারণ ও ব্যক্তির নাম গোপন রাখা হলেও, ঘটনাটির পেছনে একাধিক গাফিলতি স্পষ্টভাবে উঠে এসেছে।

২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলার শহরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গেলে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি ভবনের ছাদ থেকে চালানো সেই গুলিতে ট্রাম্পসহ কয়েকজন আহত হন এবং এক সমর্থক নিহত হন। পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় হামলাকারী।

ঘটনার পর সিক্রেট সার্ভিসে শুরু হয় একাধিক অভ্যন্তরীণ তদন্ত। সংস্থাটির পরিচালক পদত্যাগ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেন, “সিক্রেট সার্ভিস স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় না করে ভুল করেছে এবং ভবনের ছাদে নিরাপত্তার দায়িত্বে কাউকে না রাখাও বড় ত্রুটি ছিল।”

ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা শন কুরান জানান, সিক্রেট সার্ভিস কংগ্রেশনাল ওভারসাইট বডির দেওয়া ৪৬টি পরামর্শের মধ্যে ইতিমধ্যে ২১টি বাস্তবায়ন করেছে এবং আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, ট্রাম্পের ব্যক্তিগত গলফ কোর্সসহ অন্যান্য চলাচলের ক্ষেত্রেও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাটলার ঘটনার কয়েকদিন পর ফ্লোরিডায় ট্রাম্পের অবস্থানকালেও অস্ত্রসহ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, যিনি প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার পরিকল্পনায় ছিলেন বলে ধারণা করা হয়।

আরো পড়ুন