Ridge Bangla

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাক সেনাপ্রধান আসিম মুনিরের

দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন—বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নিতে আসেন আসিম মুনির। বৈঠকের আগে তিনি ট্রাম্পকে শান্তির পক্ষে ভূমিকার জন্য নোবেল পুরস্কারে মনোনীত করার আহ্বান জানান।

পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’ বলছে, আসিম মুনির প্রথম বর্তমান সেনাপ্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি এমন মর্যাদাসম্পন্ন বৈঠকে অংশ নিলেন।

বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি তাঁকে (মুনির) ধন্যবাদ জানিয়েছি, কারণ তিনি শান্তির পথ বেছে নিয়েছেন। আমি মোদিকেও ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু যুদ্ধ এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে—এটা দারুণ অগ্রগতি।”

বৈঠকে শুধু শান্তি বা কূটনৈতিক সম্পর্ক নয়, ইরান সংকট, সন্ত্রাসবিরোধী লড়াই, বাণিজ্য ও প্রযুক্তিতে সম্ভাব্য অংশীদারত্ব, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও বিশদ আলোচনা হয়।

অন্যদিকে, আসিম মুনিরের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন। মোদি সেই আলোচনায় পাকিস্তান ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ভারতের অনাগ্রহ পুনর্ব্যক্ত করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন