Ridge Bangla

ট্রাম্পকে ওয়াশিংটনের ‘কুখ্যাত অপরাধী’ দাবি মাস্কের চ্যাটবট গ্রকের

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রক’ কয়েকজন ব্যবহারকারীর কাছে জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ওয়াশিংটন ডিসির ‘কুখ্যাত অপরাধী’। চ্যাটবটটির উত্তরে আরও উল্লেখ করা হয়, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির মামলায় ট্রাম্প ৩৪টি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট। গ্রক হলো ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

ইনডিপেনডেন্টের তথ্যমতে, মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স-এ কয়েকজন ব্যবহারকারী ওয়াশিংটনে অপরাধ প্রবণতা নিয়ে জানতে চাইলে গ্রক তাদেরকে ট্রাম্প সম্পর্কে এ ধরনের তথ্য দেয়। রোববার ও সোমবার একাধিক ব্যবহারকারী একই ধরনের উত্তর পেয়েছেন।

এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনা হবে। একইসঙ্গে শহরে অপরাধের প্রবণতা বেড়েছে উল্লেখ করে ন্যাশনাল গার্ড মোতায়েনেরও ঘোষণা দেন তিনি। এরপরই এক্স ব্যবহারকারীরা শহরের নিরাপত্তা পরিস্থিতি জানতে চাইলে গ্রক এ বিতর্কিত উত্তর দেয়।

এর আগেও বিতর্কে জড়িয়েছে গ্রক। গত মাসে চ্যাটবটটি বারবার অ্যাডলফ হিটলারের প্রশংসা করে সমালোচনার মুখে পড়ে। রোববার সন্ধ্যায় এ প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, ‘‘গ্রককে আরও বেশি ‘বেসড’ হতে হবে, সে অনুযায়ী কাজ চলছে।’ নেটিজেনদের ব্যবহৃত শব্দ ‘বেসড’ বলতে নিজের মতামতের প্রতি দৃঢ় অবস্থান বোঝায়।

ট্রাম্পকে নিয়ে গ্রকের এমন মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইলন মাস্ক ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক ভালো নেই। গত জুনে ট্রাম্পের অভিশংসনের দাবি জানিয়ে এক্স-এ পোস্ট দিয়েছিলেন মাস্ক। এর জবাবে ট্রাম্প তাকে ‘উন্মাদ’ বলে কটাক্ষ করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন