ট্রাম্পকে অভিনন্দন জানালেন বিশ্ব নেতারা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন রিপাবলকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের ম্যাজিক ফিগার অর্জনে ট্রাম্পের বাকি মাত্র চারটি। কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে জয় সুনিশ্চিত। কারণ, তার থেকে বিপুল ব্যবধানে পিছিয়ে আছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস। আর তাই ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। অন্যদিকে, উৎসবমঞ্চে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েন ট্রাম্প।

অভিনন্দন বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আরও শান্তি ও সমৃদ্ধি অর্জনে আমরা সম্মান ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিনন্দন বার্তায় ট্রাম্পের এ বিজয় ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, ‘আমি ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার জন্য বৈশ্বিক চ্যালেঞ্জ সফলভাবে একসঙ্গে মোকাবেলা করতে উন্মুখ।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স একাউন্টে লিখেছেন, আমার বন্ধু, ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *