Ridge Bangla

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩৭০৫ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে গত দুই দিনে ৩ হাজার ৭০৫টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৬১০টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ১৭৫টি গাড়িকে রেকার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময়ে বিভিন্ন ধরনের আইন ভঙ্গের অভিযোগে এসব মামলা করা হয়। তবে কোন ধরণের অপরাধে কত মামলা হয়েছে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর যাতায়াত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সড়কে শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজন হলে অভিযানের ধরন ও তৎপরতা আরও বাড়ানো হবে বলেও উল্লেখ করা হয়। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মনে করছেন, নিয়মিত অভিযান চালানো হলে সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং দুর্ঘটনার হারও কমে আসবে। এ ছাড়া যানজট নিরসনেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন