রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে গতকাল সারাদিনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭৭৭টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৪০১টি গাড়ি ডাম্পিং এবং ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে মামলা দেওয়া হয়।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, রাজধানীতে প্রতিদিনই নানা ধরনের অনিয়ম লক্ষ্য করা যায়। বিশেষ করে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিগন্যাল ভাঙা, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে অতিরিক্ত যাত্রী তোলা এবং ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করার মতো অপরাধ বেশি হচ্ছে। এসব আইন অমান্যকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।
ডিএমপি’র বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধু মামলা করাই নয়, যেসব গাড়ি আইন লঙ্ঘন করে চলাচল করছে এবং জনসাধারণের জন্য ঝুঁকি তৈরি করছে, সেগুলো ডাম্পিং বা রেকার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া চালকদের সতর্ক করা হচ্ছে এবং সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মনে করেন, এ ধরনের নিয়মিত অভিযান জনসচেতনতা বাড়াবে এবং নাগরিকদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা হ্রাস ও নির্বিঘ্ন চলাচলে সহায়তা করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএমপির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নগরবাসীকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে ডিএমপি জানিয়েছে, আইন না মানলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।