রাজধানী ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতি ও শুক্রবারে দুদিনব্যাপী অভিযানের মূল লক্ষ্য ছিল দেশের প্রাণকেন্দ্র ঢাকার ট্রাফিক ব্যবস্থায় নিয়ম শৃঙ্খলা জোরদার করা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২৪৮৫টি মামলা দেওয়া হয়। এ সময় ৪০৯টি যানবাহন ডাম্পিং এবং ৪০টি গাড়ি রেকার করা হয়।
পরের দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একই অভিযানে আরও ১৩২৩টি মামলা হয়। এছাড়া ২০২টি গাড়ি ডাম্পিং ও ১০২টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীতে যান চলাচল শৃঙ্খলায় আবদ্ধ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬