Ridge Bangla

ট্রাফিক আইন ভঙ্গে সাতক্ষীরায় তাৎক্ষণিক জরিমানা শুরু

সাতক্ষীরায় ট্রাফিক আইন বাস্তবায়নে জেলা পুলিশ নতুন উদ্যোগ হাতে নিয়েছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে তাৎক্ষণিক জরিমানা আদায় শুরু করেছে ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের খুলনা রোড মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পুলিশ জানায়, এখন থেকে ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে মামলা রুজু হলে গাড়ির মালিক বা চালকের মোবাইলে সঙ্গে সঙ্গে বার্তা পৌঁছে যাবে। জরিমানা পরিশোধ করা যাবে নগদ, বিকাশ বা পস মেশিনের মাধ্যমে।

নতুন বিধান অনুযায়ী, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে তিন হাজার টাকা, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে পাঁচ হাজার টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের জন্য দশ হাজার টাকা জরিমানা করা হবে।

ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক সংকেত অমান্য, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো কিংবা সিটবেল্ট ব্যবহার না করার জন্যও পাঁচ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

অতিরিক্ত যাত্রী বহন বা প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়াভাবে গাড়ি চালালে সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়া অনিরাপদ বা অশোভন পার্কিংয়ের মতো অপরাধের ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, এসব ব্যবস্থার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন