যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে প্রায় ২০ শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ঘটা এই দুর্যোগে শহরজুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসযজ্ঞ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে প্রায় ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে গিয়ে আশপাশের ঘরবাড়ি, সড়ক ও যানবাহন ধ্বংস করে দেয়। ভেসে গেছে বহু গাড়ি।
স্থানীয় প্রশাসন পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করে বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং জারি করেছে জরুরি অবস্থা। নদীর একশ গজের মধ্যে অবস্থানকারীদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কারভিল শেরিফের কার্যালয় জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, “গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২০ শিশু নিখোঁজ রয়েছে। তবে এর মানে এই নয় যে তারা মৃত, বরং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।”
আবহাওয়া বিভাগ জানিয়েছে, নদীর পানি বর্তমানে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল, পুলিশ, উদ্ধারকর্মী এবং ন্যাশনাল গার্ড সদস্যরা যৌথভাবে কাজ করছে।
উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।