Ridge Bangla

টেকসই অর্থনীতিতে দেশের শীর্ষ ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক পঞ্চমবারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘সাসটেইনেবল রেটিং-২০২৪’ প্রকাশ করেছে। পাঁচটি মূল সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে এবারে শীর্ষ ১০টি বেসরকারি ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই কার্যক্রমের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে।

শীর্ষস্থানীয় ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। এগুলোর মধ্যে ছয়টি ব্যাংক গতবারের তালিকায়ও অবস্থান ধরে রেখেছে, যা তাদের ধারাবাহিক টেকসই কার্যক্রমের প্রমাণ।

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান দুটি হলো আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স—যারা টানা দ্বিতীয়বার এই তালিকায় স্থান ধরে রেখেছে।

গতবার তালিকায় থাকলেও এবার বাদ পড়েছে এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক।

মূল মূল্যায়ন সূচক ছিল:
১. টেকসই অর্থায়ন
২. সিএসআর কার্যক্রম
৩. পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
৪. মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সূচক
৫. ব্যাংকিং সেবার বিস্তৃতি

বিশেষ করে মূল ব্যাংকিং কার্যক্রম ও সেবার বিস্তৃতি সূচক সবচেয়ে বেশি ওজন পায় (মোট নম্বরের ৬০%)।

এই মূল্যায়ন শুধু রেটিং নয়, বরং দেশের আর্থিক খাতে টেকসই ভবিষ্যৎ গড়ার দিকনির্দেশনা হিসেবেও বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন