Ridge Bangla

টেকনাফে নিলামে বিক্রি হলো ১৭ মহিষ

মিয়ানমার থেকে চোরাই পথে এনে বাংলাদেশে প্রবেশ করানো মালিকানাহীন ১৭টি মহিষ নিলামের মাধ্যমে বিক্রি করেছে টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগ। এসব মহিষের মধ্যে পাঁচটি ছিল বাছুর। মোট ১১ লাখ ২৫ হাজার টাকায় মহিষগুলো বিক্রি হয়।

গত ১২ এপ্রিল রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বেড়িবাঁধ এলাকা থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল মহিষগুলো জব্দ করে। পরে কোনো মালিক না পাওয়ায় সেগুলো টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়।

শুল্ক বিভাগের গুদাম কর্মকর্তা মাসুদ আলম জানান, প্রথম দফায় গত রোববার মহিষগুলোর বাজারমূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করে নিলামের আয়োজন করা হয়। যদিও ৭৪ জন অংশগ্রহণ করলেও কাঙ্ক্ষিত দর না ওঠায় সেই নিলাম বাতিল করা হয়।

পুনরায় সোমবার (১৩ এপ্রিল) টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়া প্রস্তাবিত সীমান্ত চৌকির এলাকায় খোলা বাজারে দ্বিতীয় দফা নিলাম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৯৫ জন। সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স সাহেব এন্টারপ্রাইজ ৯ লাখ টাকা দর দেন। এতে ২৫ শতাংশ আয়কর ও ভ্যাটসহ মোট মূল্য দাঁড়ায় ১১ লাখ ২৫ হাজার টাকা।

শুল্ক কর্মকর্তা মো. সোহেল উদ্দিন বলেন, “আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সর্বোচ্চ দরদাতার কাছে পশুগুলো বিক্রি করা হয়েছে।”

আরো পড়ুন