Ridge Bangla

টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, মুক্ত ৮৪ জন ভুক্তভোগী

কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে তিন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পাচারকারীদের হাতে বন্দি থাকা ৮৪ জন ভুক্তভোগীকে মুক্ত করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। তারা জানান, দীর্ঘদিন ধরে মানবপাচার, মাদক চোরাচালান ও মুক্তিপণ বাণিজ্য প্রতিরোধে অভিযান চালানো হলেও সম্প্রতি প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিকল্পনা করা হয়।

সূত্র জানায়, পাচারকারীরা পাহাড়ি আস্তানায় আটক ব্যক্তিদের বিদেশে নেয়ার প্রলোভন দেখিয়ে আটকে রেখেছিল। ২০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এক পাচারকারী ও চারজন ভুক্তভোগীকে আটক ও উদ্ধার করার পর বাহারছড়া কচ্ছপিয়া থেকে রাজাছড়া পাহাড় পর্যন্ত টানা অভিযান চালানো হয়। প্রায় ১২ ঘণ্টার এ অভিযানে পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ভুক্তভোগীদের পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে কৌশলে বিজিবি ও র্যাব পাহাড়ের চূড়ায় উঠে নিয়ন্ত্রণ নেয়।

অভিযানে একটি ওয়ানশুটার গান, একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, দেশীয় রামদা, চাকু ও গুলি উদ্ধার করা হয়। পাহাড় ও পাদদেশ থেকে ৫১ জন, পাহাড়ের চূড়া থেকে ৬ জন এবং বড়ইতলি এলাকা থেকে ৪ জনসহ মোট ৮৪ জন ভুক্তভোগীকে নিরাপদে আনা হয়।

আটক তিন পাচারকারী হলেন উত্তর কচ্ছপিয়ার আব্দুল্লাহ (২১), রাজারছড়ার সাইফুল ইসলাম (২০) ও মো. ইব্রাহিম (২০)। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩১

আরো পড়ুন