Ridge Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস, ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ইতালি

ফুটবল বিশ্বে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবার ক্রিকেট ইতিহাসেও যোগ করল নতুন একটি অধ্যায়। প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্ব আসরে অংশ নিতে যাচ্ছে ইউরোপের এই দলটি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ইতালি।

স্কটল্যান্ডকে হারিয়ে সম্ভাবনার দ্বার খুলেছিল ইতালি। তবে সেই স্বপ্ন পূর্ণতা পায় ইউরোপিয়ান বাছাইপর্বের শেষ ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে ৯ উইকেটে হারলেও নেট রান রেটে এগিয়ে থেকে ইতিহাস গড়ে আজ্জুরিরা। চার ম্যাচে সমান ৫ পয়েন্ট পাওয়ার পরও ইতালির রান রেট ছিল +০.৬১২, যেখানে তৃতীয় স্থানে থাকা জার্সির রান রেট ছিল +০.৩০৬।

শুক্রবার হেগে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ইতালি ৭ উইকেটে তোলে ১৩৪ রান। জবাবে নেদারল্যান্ডস ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। তবে যদি নেদারল্যান্ডস ১৪.১ ওভারের মধ্যে জয় পেত, তাহলে বিদায় নিতে হতো ইতালিকে। ভাগ্য শেষ পর্যন্ত তাদের পক্ষে ছিল।

এ নিয়ে ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডস ও ইতালি—এই দুই দলই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। ইতালি এই টুর্নামেন্টের ১৫তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

আফ্রিকা ও এশিয়া অঞ্চল থেকে এখনও ৫টি স্লট ফাঁকা রয়েছে। সেপ্টেম্বরে শুরু হওয়া বাছাইপর্ব শেষে ১৭ অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে বাকি দলগুলো।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে যে ১৫টি দেশ নিশ্চিত হয়েছে:
ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।

আরো পড়ুন