Ridge Bangla

টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো স্বাগতিক পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ। আরব আমিরাতে সিরিজ হারের পর এবার পাকিস্তান সফরেও হার দিয়ে যাত্রা শুরু করল টাইগাররা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২০১ রান। ইনিংসের শুরুতেই দুই ওপেনার সাঈম আইয়ুব ও ফখর জামানকে দ্রুত ফেরান শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। তবে অধিনায়ক আগা সালমান ৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে দলকে এগিয়ে নেন।

শাদাব খান (৪৮) ও হাসান নওয়াজ (৪৪) দলীয় সংগ্রহে বড় ভূমিকা রাখেন। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায়। ওপেনার পারভেজ ইমন মাত্র ৪ রানে বিদায় নেন। অপর ওপেনার তানজিদ তামিম ১৭ বলে ৩১ রান করেন। লিটন দাস করেন ৩০ বলে ৪৮ রান, যাতে ছিল তিনটি ছক্কা ও একটি চার।

দীর্ঘ বিরতির পর দলে ফেরা পাকিস্তানের পেসার হাসান আলী ৩.২ ওভারে ৩০ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। শাদাব খান ৪ ওভারে ২৭ রানে নেন ২ উইকেট।

আগামী ৩০ মে একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ২০১/৭
(সালমান ৫৬, শাদাব ৪৮, নওয়াজ ৪৪; শরিফুল ২ উইকেট)

বাংলাদেশ: ১৯.২ ওভারে ১৬৪
(লিটন ৪৮, তানজিদ ৩১; হাসান আলী ৫ উইকেট)

আরো পড়ুন