Ridge Bangla

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ডু প্লেসি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার গড়লেন নতুন এক রেকর্ড—টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে সিয়াটেল ওরকাসের বিপক্ষে ৫২ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন ডু প্লেসি। তার ব্যাটে ভর করে ১৮৮ রানের সংগ্রহ দাঁড়ায় টেক্সাসের, যা প্রতিপক্ষের চেয়ে ৫১ রান বেশি।

এই ইনিংস খেলার পথে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি নিজের করে নেন। এতদিন এই কৃতিত্ব ছিল ভারতের বিরাট কোহলির দখলে, যিনি অধিনায়ক হিসেবে করেছিলেন ৬,৫৬৪ রান। সেই রেকর্ড অতিক্রম করলেন ডু প্লেসি।

যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে এখনো সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলিই। তার মোট রান ১৩,৫৪৩। তবে অধিনায়কত্বের দিক থেকে এখন শীর্ষে ফাফ ডু প্লেসি, যার মোট রান ১১,৮৪৭ (৪২২ ম্যাচে)।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জেমস ভিন্স (৬,৩৫৮ রান)। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি (৬,২৮৩) ও রোহিত শর্মা (৬,০৬৪)।

বয়স বা আন্তর্জাতিক অবসর—কোনোটাই ফর্মের পথে বাধা নয়, সেটা আবারও প্রমাণ করলেন ফাফ ডু প্লেসি। সঠিক মঞ্চে অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস দিয়ে নিজেকে নতুনভাবে প্রমাণ করা যে সম্ভব, তার উদাহরণ হয়ে রইলেন তিনি।

আরো পড়ুন