Ridge Bangla

টিকটকের মার্কিন মালিকানা নিয়ে ফ্রেমওয়ার্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রমের মালিকানা নিয়ে চীনের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছে। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত বাণিজ্য আলোচনায় এই অগ্রগতি হয় বলে জানানো হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে তিনি জানান, আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবেন। এ বিষয়ে এখনো চীন কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, মাদ্রিদের আলোচনা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং একটি জনপ্রিয় কোম্পানিকে রক্ষা করার ব্যাপারে চুক্তি হয়েছে, যেটি মার্কিন তরুণদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, মার্কিন সুপ্রিম কোর্ট গত জানুয়ারিতে ২০২৪ সালের এপ্রিল মাসে পাস হওয়া আইনের বৈধতা বহাল রাখে, যার অধীনে বাইড্যান্স যদি টিকটকের মার্কিন শাখা বিক্রি না করে তবে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। বাইড্যান্স অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছে। কোম্পানিটি বলেছে, তাদের মার্কিন শাখা সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয় এবং কোনো তথ্য চীনা সরকারের সঙ্গে শেয়ার করা হয়নি। ডেডলাইনের আগে টিকটক তিন দফায় নিষেধাজ্ঞা থেকে সময় পেয়েছে। সর্বশেষ সময়সীমা ১৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন