Ridge Bangla

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আপন মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার। বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মূলবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে জামালপুরের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সূত্র জানায়, মধুপুর থেকে জামালপুরগামী সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আপন মিয়া কাভার্ডভ্যানের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, নিহত যুবকের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া কাভার্ডভ্যান ও ট্রাকচালকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, অদক্ষ ও বেপরোয়া চালকদের কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। নিহতের পরিবার দুর্ঘটনার ন্যায়বিচার এবং দোষী চালকের কঠোর শাস্তি দাবি করেছেন। এদিকে ফারজানা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন