Ridge Bangla

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

২০২৫ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন। এবারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

ম্যাগাজিনে ড. ইউনূসকে নিয়ে প্রতিবেদনটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি লেখেন, “শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত বছর বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতন হলে, দেশের গণতান্ত্রিক যাত্রার হাল ধরেন এক সুপরিচিত নেতা—ড. মুহাম্মদ ইউনূস।”

প্রতিবেদনটিতে আরও বলা হয়, বহু আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ড. ইউনূস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের, ক্ষুদ্রঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন। এই উদ্যোগের ফলে লক্ষাধিক নারী নিজ উদ্যোগে ব্যবসা শুরু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং সমাজে নিজেদের মর্যাদা পুনরুদ্ধার করেছেন।

টাইমের প্রতিবেদনে ইউনূসকে “শান্তি, উদ্ভাবন ও সামাজিক পরিবর্তনের এক অনন্য প্রতীক” হিসেবে অভিহিত করা হয়। গণতন্ত্রে উত্তরণের এক নতুন যুগে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনূসের প্রশংসা করে বলা হয়, তার দূরদর্শী নেতৃত্ব এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্ব রাজনীতিতেও প্রভাব বিস্তার করছে।

আরো পড়ুন