Ridge Bangla

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর পরিচয় পাওয়া গেছে

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম ফারিয়া তাজনিম জ্যোতি (৩১)। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো বোন সুকতারা ইসলাম ঐশী। জ্যোতি চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া (মসজিদপাড়া) এলাকার মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে।

রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ঐশী জানান, জ্যোতি মিরপুরে বসবাস করতেন এবং মনি ট্রেডিং করপোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেদিন চিকিৎসকের পরামর্শ নিতে তিনি টঙ্গীর ওই এলাকায় গিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদে খবর দেখে পরিবারের সদস্যরা তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোন বন্ধ পান। খোঁজ নিতে হোসেন মার্কেটে গেলে জানতে পারেন, সেখানে একটি ম্যানহোলে এক নারী পড়ে নিখোঁজ হয়েছেন।

পথচারী সোহাগ মিয়া বলেন, “আমি ঘটনাস্থলে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি এক নারী ম্যানহোলে পড়ে যান। আমরা দু’ভাই ম্যানহোলে নেমে খোঁজ করি, কিন্তু তিনি তলিয়ে যান।”

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, রাত থেকে তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালালেও এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন