Ridge Bangla

টঙ্গীতে প্লাস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ঘটনার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগে স্থানীয় সাগর নামে এক ব্যক্তির মালিকানাধীন প্লাস্টিকের গুদামে। গুদামটিতে প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের পলিথিনের মোড়ক মজুদ ছিল। আগুনের সূত্রপাত দেখা মাত্র স্থানীয়রা নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ এসে সড়কে আটকে থাকা যানবাহন সরিয়ে নিতে কাজ শুরু করে এবং উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরে যেতে অনুরোধ জানায়।

আরো পড়ুন