Ridge Bangla

ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২৪৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, রাজধানীর বেশ কয়েকটি স্থানে হঠাৎ করে ঝটিকা মিছিল বের করার চেষ্টা হয়। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্য ও স্থানীয় জনতা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৪টি ককটেল, ৬০টি ব্যানার ও বিভিন্ন প্রচারসামগ্রী জব্দ করা হয়েছে।

নজরুল ইসলাম আরও বলেন, নিষিদ্ধ দলটির কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা বা জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি উল্লেখ করেন, এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের উদ্দেশ্য হলো রাজধানীর নিরাপত্তা জোরদার রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা। ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে যে কোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন