Ridge Bangla

ঝটিকা মিছিল, ছাত্রলীগের ৬ নেতাকর্মী কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার ঘটনায় ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতেই পুলিশ ৪৩ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে।

গ্রেপ্তারকৃতরা হলেন করিমপুরের নুর নবী রাজু ও আবদুল আহাদ, বাবুনগরের মো. শ্রাবণ, গণিপুরের জাহিদুল হাসান এবং চর কাউনিয়ার মো. আরমানসহ মোট ছয়জন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ চৌমুহনীর রেললাইন এলাকা থেকে ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগানে ২০-৩০ জনের একটি দল নিয়ে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল শুরু হয়। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।

এই মিছিলে নেতৃত্ব দেন জিহাদ হাসান রতন এবং তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব, যিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের সরাসরি সম্প্রচার করেন।

এ ঘটনার পরপরই জেলা বিএনপি ও যুবদল বৃহস্পতিবার রাতে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা যুবদল নেতারা ছাত্রলীগ-যুবলীগকে ‘অবৈধ বাহিনী’ আখ্যা দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, ঘটনাস্থলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযানে অংশ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন