শাহরুখ খানের দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর ভঙ্গিটি বিশ্বজুড়ে এক অনন্য প্রতীক। ১৯৯৩ সালের ‘বাজিগর’ থেকে শুরু হওয়া এই পোজ এখন সোশ্যাল মিডিয়া ও বিনোদন অঙ্গনে আইকনিক হিসেবে স্বীকৃত। এড শিরান থেকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির- অগণিত তারকা এই পোজে ছবি তুলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির নাম।
ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে দুই হাত প্রসারিত করে শাহরুখের বিখ্যাত পোজটি দেন মামদানি। ভারতীয় নির্মাতা মীরা নায়ারের ছেলে হওয়ায় বলিউডের সঙ্গে তার সম্পর্কও বিশেষ। নির্বাচনে জয়ী হওয়ার পর ব্রুকলিনে দেয়া বিজয় ভাষণের সময়ে মঞ্চে হিন্দি সিনেমার ‘ধুম মাচালে’ গান বাজানো হয়, যা তার বলিউডপ্রেমেরই পরিচায়ক।
সাক্ষাৎকারে মেহদি হাসান বিভিন্ন গান বাজিয়ে মামদানিকে নাম বলতে বলেন। প্রথম গান ‘ছাঁইয়া ছাঁইয়া’ সঙ্গে সঙ্গে শনাক্ত করলেও ‘ইটস দ্য টাইম টু ডিসকো’ এবং ‘বোলে চুড়িয়া’ গান দুটির নাম বলতে পারেননি। রসিক ভঙ্গিতে তিনি বলেন, “বন্ধুকে ফোন করে জানতে পারলে ভালো হতো।” এরপর চোখ বন্ধ করে ভাবতে ভাবতেই অনুমান করেন যে গানটিতে শাহরুখ খান নাচছেন, আর সেই মুহূর্তেই আবারও দেন দুই হাত প্রসারিত বিখ্যাত ভঙ্গিটি।