ভালোবাসা মুখের কথা না আত্মত্যাগের প্রমাণ? এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে আসন্ন ঈদে মুক্তি পাওয়া মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’-এ। হৃদয়ছোঁয়া এ নাটকের চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘সাইফ’ ও ‘আয়াত’ নামের দুটি চরিত্র। সাইফ একজন সৎ, নীতিবান ও সাধারণ মানুষ। আয়াতকে এক ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে গিয়ে সে এমন একটি অপরাধের দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি। ক্ষমতাশালী ও দুর্নীতিবাজ আমজাদ চৌধুরীর ধর্ষণচেষ্টার হাত থেকে আয়াতকে বাঁচাতে গিয়ে শুরু হয় নাটকের মূল টানাপোড়েন।
নিজের চরিত্র ‘সাইফ’ নিয়ে জোভান বলেন, “সাইফ একেবারেই ব্যতিক্রম চরিত্র। শান্ত, গম্ভীর, কিন্তু ভালোবাসার জন্য নিজের জীবন দিতে দ্বিধা করে না। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি আবেগে ডুবে গিয়েছিলাম। দর্শক নাটকটি দেখে আবেগে ভাসবেন এটাই প্রত্যাশা।”
অন্যদিকে নাজনীন নাহার নিহা বলেন, “আয়াত চরিত্রটি একজন নারীর ভেতরের টানা পড়েনের প্রতিচ্ছবি। সে নিজের সম্মান বাঁচাতে এক ভুল করে, কিন্তু সত্যি বলতে পারে না। সাইফের আত্মত্যাগ তাকে সত্য উপলব্ধি করায়, কিন্তু তখন সবকিছু বদলে গেছে। এটি আমার অভিনয় জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা।”
নাটকটি প্রসঙ্গে পরিচালক হিমি বলেন, “ভালোবাসা মানেই প্রেম নয়। সেখানে বিশ্বাস, আত্মত্যাগ ও সময়ের নির্মম পরিণতিও থাকে। ‘মিথ্যে প্রেমের গল্প’ সেই সব নিঃশব্দ ভালোবাসার গল্প বলে, যাদের সমাজ কখনও গুরুত্ব দেয় না।” নাটকটি ১৯ জুন ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।