Ridge Bangla

জেফারের নতুন গান ‘তীর’

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’-তে জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার এবং সংগীত আয়োজন করেছেন মার্ক ডন। অনলাইন প্ল্যাটফর্মেও গানটি ব্যাপক সাড়া ফেলেছে।

এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন গান নিয়ে হাজির হয়েছেন জেফার। গানের নাম ‘তীর’। এটি প্রকাশিত হয়েছে জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে। নতুন এই গানটিতেও সুর করেছেন জেফার নিজেই এবং গেয়েছেনও তিনি। গানের কথা যৌথভাবে লিখেছেন জেফার ও আদিব কবির।

‘তীর’-এর মিউজিক ভিডিওর কনসেপ্ট এবং ক্রিয়েটিভ ডিরেকশন দিয়েছেন জেফার। পরিচালনায় ছিলেন পার্থ শেখ, ব্যানার ছিল দেখো স্টুডিওজ। কোরিওগ্রাফি করেছেন টিজে ফাইজা।

জেফার জানান, “ভয়ের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণাকে উপজীব্য করেই এই গানটি তৈরি করেছি।” ২০২১ সালে গানটির সুরের কাজ শুরু হলেও নানা কারণে কাজ শেষ হয়নি। গত বছর তিনি পুরো সুর ও সংগীত শেষ করেন এবং চার বছর পর এবার মিউজিক ভিডিওসহ প্রকাশ করলেন ‘তীর’। তাঁর বিশ্বাস, অনেক যত্ন আর আবেগে তৈরি গানটি দর্শক-শ্রোতার মন জয় করবে।

এছাড়া ঈদে চরকি-তে মুক্তিপ্রাপ্ত ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’ ওয়েব সিরিজে ‘বৈয়াম পাখি ২’ গানেও কণ্ঠ দিয়েছেন জেফার, যেখানে তাঁর সঙ্গে ছিলেন নাসির উদ্দিন খান। শুধু গান নয়, জেফার এই সিরিজে অভিনয়ও করেছেন, পরিচালনায় ছিলেন শিহাব শাহিন। এর আগেও তিনি চরকির ‘লাস্ট ডিফেন্স অব মনোগামী’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সেই সিনেমায় তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়।

আরো পড়ুন