Ridge Bangla

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আজকের অনুষ্ঠিতব্য ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার্তায় ড. ইউনূস বলেন, “জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য। আপনি যেখানেই থাকুন—বাসায়, কর্মক্ষেত্রে বা পথে চলতে চলতেই—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারেন।”

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা থাকলেও আমরা সবাই একই জাতির সদস্য। এই অনুষ্ঠান আমাদের ঐক্যের শক্তি অনুভবের এবং জাতীয় গৌরব ও আশার দিনটি উদযাপনের এক অনন্য সুযোগ।

উল্লেখ্য, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রীয় ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন