Ridge Bangla

জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ শুক্রবারের মধ্যে দেওয়া হবে

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ সরকারকে হস্তান্তর করা সম্ভব হবে।

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সার্বিক ঐকমত্য তৈরি হয়েছে। এখন মূল লক্ষ্য হলো গণভোটের পথে না নিয়ে আইনি ও সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করা। আলী রীয়াজ বলেন, “আমরা এতদিন যে অগ্রগতি করেছি, তাতে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অভিন্ন অবস্থানে পৌঁছেছি। আজকের আলোচনায় বাকি বিষয়গুলো চূড়ান্ত করার আশা করছি। গোটা দেশ অপেক্ষা করছে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য।”

তিনি জানান, বৈঠক থেকে যে সুনির্দিষ্ট প্রস্তাব আসবে, সেটিই সরকারকে দেওয়া হবে। গণভোটের আয়োজন নিয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হলেও কিছু দল ‘নোট অব ডিসেন্ট’ জমা দিয়েছে, যা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো যদি গণভোট অনুষ্ঠানের একটি সময়সীমা নির্ধারণ করতে পারে তবে কমিশনের কাজ আরও সহজ হবে। “আমরা চাই ১০ অক্টোবরের মধ্যে সরকারকে সুপারিশ হস্তান্তর করতে এবং আগামী ১৫–১৬ অক্টোবর জাতীয় সনদে স্বাক্ষরের আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করতে,” যোগ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, আলোচনায় অবশিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি হলে জনগণের সচেতন সম্মতির ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৭

আরো পড়ুন