Ridge Bangla

জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়ে চীন সফরে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলেই দ্রুত গণপরিষদ ও আইনসভা নির্বাচনের পথ সুগম হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম জানান, সফরের মূল লক্ষ্য হচ্ছে চীনের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। তিনি বলেন, “এ সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের পথ প্রশস্ত হবে।”

এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

এর আগে বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের প্রতিনিধিরাও চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে অংশ নিয়েছিলেন। চীন সফরে যাওয়ার ঠিক একদিন আগে নাহিদ ইসলাম মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের নেতা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানিয়েছে এনসিপি। দলের বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কনস্যুলেটে ভাঙচুর চালিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি হামলা করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন