Ridge Bangla

জুলাই সনদে সইয়ের আগে চূড়ান্ত কপি দেখতে চায় বিএনপি–জামায়াত

চব্বিশের গণ-অভ্যুত্থান–পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবেন।

সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও গণভোটের সময়সূচি নিয়ে কিছু মতপার্থক্য থাকলেও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সইয়ের প্রস্তুতি সম্পন্ন করেছে। দলগুলোর পক্ষ থেকে সইকারীদের নামও নির্ধারিত হয়েছে। তবে বিএনপি ও জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, সনদের চূড়ান্ত কপি হাতে পাওয়ার পরই তারা স্বাক্ষর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বিএনপির পক্ষ থেকে সনদে স্বাক্ষর করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সূত্রে জানা যায়, ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির প্রতিনিধিত্ব করেছেন সালাহউদ্দিন আহমেদ, আর স্থায়ী কমিটি আন্দোলন নেতৃত্ব ও সাংগঠনিক দায়িত্ব বিবেচনায় ফখরুলকে স্বাক্ষরের জন্য মনোনীত করেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষর করবেন। তাহের ঐকমত্য আলোচনায় জামায়াতের নেতৃত্ব দিয়েছেন, আর পরওয়ার দলের নীতিগত অবস্থান অনুযায়ী সহস্বাক্ষরকারী থাকবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন