বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ মিলিয়ন মার্কিন ডলারে। গত বছরের একই সময়ে এই প্রবাহ ছিল ১ হাজার ৫৭২ মিলিয়ন ডলার।
প্রবাসী আয়ে এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ।
রেমিট্যান্স বৃদ্ধির এই প্রবণতা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা শুধু রিজার্ভ বাড়াচ্ছে না, গ্রামীণ অর্থনীতিতেও বড় ধরনের সহায়তা দিচ্ছে। তাদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার চাপ কিছুটা লাঘব হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।