রাজনৈতিক দলগুলোর সম্মতি সাপেক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের পরিকল্পনা করছে সরকার। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। আগেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মতামত ও প্রস্তাবনা নেওয়া হয়েছিল, তারা তাদের মত অনুযায়ী কপি সরকারকে দিয়েছে। বর্তমানে তা যাচাই-বাছাই চলছে।”
আসিফ মাহমুদ আরও বলেন, “সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে যেন ৫ আগস্ট ঘোষণাপত্র পাঠ করা যায়। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য জরুরি। আমরা আশাবাদী, সবাই ঐকমত্যে পৌঁছাতে পারলে ঘোষণাপত্র পাঠ সম্ভব হবে।”
তিনি বলেন, ঘোষণাপত্রটি যেন সকল পক্ষের অংশগ্রহণ ও সম্মতিতে গৃহীত হয়, সে বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার। মতবিনিময় সভায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ, সাবেক সভাপতি মো. ইসমাইল, কাজী নাজমুস সাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।