Ridge Bangla

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) বিকেলে তার প্রেস উইং এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

বার্তায় জানানো হয়, “প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণাপত্র দেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থাপিত হতে যাচ্ছে। চলমান প্রশাসনিক উদ্যোগ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ঘোষণাপত্রটি স্থিতিশীলতা ফিরিয়ে আনার নতুন দিকনির্দেশনা দিতে পারে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, রাষ্ট্রীয় অতিথি, কূটনীতিক, ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনের পরিবেশকে আরও তাৎপর্যময় করে তুলতে বিশেষভাবে সাজানো হবে দক্ষিণ প্লাজা।

ঘোষণাপত্র পাঠের আগে থেকেই এ আয়োজন ঘিরে জনমনে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক সংকট নিরসনে নতুন একটি অধ্যায় সূচিত করতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, ঘোষণাপত্র পাঠের পর দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে নতুন কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে, যা ভবিষ্যতের রাষ্ট্রপরিচালনায় দিকনির্দেশক ভূমিকা রাখবে।

আরো পড়ুন