Ridge Bangla

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ (৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক “জুলাই ঘোষণাপত্র” পাঠ অনুষ্ঠান। এ আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

সোমবার (৪ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমেদ নিজে।

এদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, অনুষ্ঠানটিতে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, এনসিপি এবং জুলাই অভ্যুত্থানের সব অংশীদার রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

আরো পড়ুন