অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানকে পুনরায় সেলিব্রেট করা, জুলাই ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং রাষ্ট্র ভবিষ্যতে কোন পথে এগোবে তা স্পষ্ট করা খুবই জরুরি ছিল। তরুণ সমাজ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।’’
তিনি আরও বলেন, ‘‘গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আলোচনায় এসেছেন, যা অত্যন্ত ইতিবাচক। এতে বোঝা যায়, সবার প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়েছে।’’
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এতে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণার পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়।