Ridge Bangla

জুলাই গণ–অভ্যুত্থান: শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এসআইয়ের জামিন স্থগিত

গত ২০ মে যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদ–উজ–জামান হাইকোর্ট থেকে জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেছে। এ সময় আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশও প্রদান করে।

আজ বুধবার (২০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে গত ২০ মে হাইকোর্ট থেকে সাজ্জাদ–উজ–জামান জামিন পেলে রাষ্ট্রপক্ষ ওই জামিনের বিরুদ্ধে স্থগিতের আবেদন করে। আজ বেলা ১১টার দিকে হওয়া শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ২০ জুলাই শিক্ষার্থী ইমাম হাসান তাইম (১৯) নিহত হন। এই হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত সাজ্জাদ–উজ–জামান গত মে মাসে অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন