‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু নাসের খান।
ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই স্মারক ডাকটিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। একই নকশায় তৈরি উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহরও সংগ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এ দিবসের স্মারক ডাকটিকিট ভবিষ্যৎ প্রজন্মকে সেই ঐতিহাসিক আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেবে।” অন্যান্য বক্তারা জানান, এই ডাকটিকিট শুধু ডাকসেবা সামগ্রী নয়, এটি গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ইতিহাসের একটি জীবন্ত দলিল।
ডাক বিভাগ জানিয়েছে, স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর দেশের সব প্রধান ডাকঘরে পাওয়া যাবে। পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করবে।