Ridge Bangla

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে বাউবির কর্মসূচি ঘোষণা

সরকার ঘোষিত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত ৩৬ দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টায় বাউবির উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স হলে দিবস উদযাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শুরুতেই ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও দপ্তরের ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানগণ।

উপাচার্য বলেন, “জুলাই-আগস্ট ২০২৪ সালের গণআন্দোলন এদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা ফিরে পাই গণতন্ত্রের সুবাতাস।” তিনি আরও বলেন, “বাউবি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে। তাই এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করব।”

তিনি শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে:

  • আলোচনা সভা

  • শহীদদের স্মরণে দোয়া

  • তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

  • পোস্টার, ব্যানার, র‍্যালি ও ক্যাম্পেইন

  • ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ স্থাপন ও শ্রদ্ধা নিবেদন

  • বিপ্লব ও দেশপ্রেমমূলক গান ও নাটক পরিবেশন

সভা শেষে তিনটি উপকমিটি গঠন করা হয়েছে, যারা নির্ধারিত সময়ে কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫৫

আরো পড়ুন