চাঁদপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১৯টি পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সঞ্চয়পত্র শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে সরকার এই সঞ্চয়পত্র প্রদান করছে। প্রথম পর্যায়ে জেলার ১৯টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এসব সঞ্চয়পত্রের সুবিধাভোগী হিসেবে থাকবেন মোট ২৩ জন সদস্য।
জেলা প্রশাসক জানান, চাঁদপুর জেলায় মোট ৩১টি শহীদ পরিবার রয়েছে। সরকারের বাজেট বিবেচনায় একসঙ্গে সব পরিবারকে সঞ্চয়পত্র দেওয়া সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে প্রতিটি শহীদ পরিবারকে মোট ৩০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হবে। এই উদ্যোগ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সরকারের দায়িত্ববোধের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের বক্তারা বলেন, এই সঞ্চয়পত্র শুধু আর্থিক সহায়তা নয়, এটি শহীদদের স্মৃতিকে সম্মান জানানোর একটি পদক্ষেপ এবং তাঁদের পরিবারের প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির প্রকাশ।