Ridge Bangla

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ শনিবার (১৯ জুলাই) দেশের প্রতিটি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। সংশ্লিষ্ট জেলায় যতজন শহীদ হয়েছেন, ততটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশ সচেতনতা জোরদারে এই কর্মসূচি এক নতুন মাত্রা যোগ করেছে।

‘গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস’ উপলক্ষে আজ একটি মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। ভিডিওটির থিম মিউজিক— ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’— শহীদদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।

একইসঙ্গে প্রচারিত হবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রের পঞ্চম পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধা’র স্মৃতিচারণভিত্তিক ভিডিও।

এই কনটেন্টগুলো দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি প্রতিষ্ঠানের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচার করা হবে। এছাড়া, মোবাইল ফোন গ্রাহকদের কাছেও ভিডিওগুলোর ইউআরএল পাঠানো হবে যাতে সেগুলো সহজেই সবার কাছে পৌঁছায়।

এ উপলক্ষে ঢাকার সাভারে শহীদদের স্মরণে একটি বিশেষ সমাবেশ আয়োজন করা হবে। পাশাপাশি, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হবে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ’ এবং ‘আয়নাঘর স্টোরিজ’-এর মতো চলচ্চিত্র।

এই উদ্যোগের মাধ্যমে ইতিহাস, সংগ্রাম ও মুক্তির বার্তা আরও একবার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আরো পড়ুন