Ridge Bangla

জুলাই আন্দোলনে ৪৩৮ স্থানে হত্যাযজ্ঞ, ৫০ জেলায় মারণাস্ত্র ব্যবহৃত: তদন্ত কর্মকর্তা

জুলাই-আগস্ট আন্দোলনের সময়ে দেশের ৪১ জেলার ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড ঘটেছে এবং ৫০টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীর মঙ্গলবার এসব তথ্য দিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা আলমগীরের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “জুলাই আন্দোলন চলাকালে ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড ও ৫০টির বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে আসামিরা কোনো পদক্ষেপ নেননি এসব হত্যাকাণ্ড বন্ধ করার জন্য।”

তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্রও তুলে ধরা হয় ট্রাইব্যুনালে। এছাড়া, তিন লাখ পাঁচ হাজার গুলি ছাত্র-জনতার ওপর ছোড়া হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন।

এই মামলায় তদন্ত কর্মকর্তা আলমগীর তার জব্দকৃত ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করেন, যেখানে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতা ফুটে ওঠে। ট্রাইব্যুনালে আরও বলা হয়েছে, তদন্ত শেষে যুক্তিতর্ক শুরু হবে, যার পর আদালত মামলার রায় ঘোষণা করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন