জুলাই অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ দেওয়ার দায়ে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার হন তারা। আদালতের নির্দেশে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৮ জুলাই নরসিংদীতে পুলিশ গুলি চালালে নিহত হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। ওই ঘটনার পর জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে নিহতের মরদেহ নিয়ে প্রতিবাদী মিছিল করলে আবারও পুলিশের গুলিতে আরও একজন নিহত হন।
সামাজিক ও রাজনৈতিকভাবে ব্যাপক আলোচিত এ ঘটনার বিচার দাবিতে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঘটনাটিকে ‘জুলাই অভ্যুত্থান’ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেপ্তার করা হলো।
আদালত সূত্র জানায়, তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনায় আরও কিছু উচ্চপদস্থ কর্মকর্তার জড়িত থাকার বিষয়েও অনুসন্ধান চলছে।