জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে স্বীকৃত আটজনের নাম সরকারি গেজেট থেকে বাতিল করেছে সরকার। রোববার (৩ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নাম বাতিলের ঘোষণা দেওয়া হয়।
তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি।
গেজেট থেকে বাদ পড়া শহীদরা হলেন—
● মো. খলিলুর রহমান তালুকদার (টাঙ্গাইল) — গেজেট নম্বর: ২২৯
● মুসলেহ উদ্দিন (রামপুরা, ঢাকা) — গেজেট নম্বর: ২২৪
● জিন্নাহ মিয়া (নরসিংদী) — গেজেট নম্বর: ৩৭৫
● শাহ জামান (দৌলতখান, ঢাকা) — গেজেট নম্বর: ৬১১
● মো. রনি (সাভার, ঢাকা) — গেজেট নম্বর: ৭৬৬
● তাওহিদুল আলম জিসান (নারায়ণগঞ্জ) — গেজেট নম্বর: ৮১৮
● বশির সরদার (পটুয়াখালী) — গেজেট নম্বর: ৮২৩
● বাধন (শরীয়তপুর) — গেজেট নম্বর: ৮৩৬
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর (খ) ধারা এবং ‘রুলস অব বিজনেস’-এর আওতায় উপরোক্ত ব্যক্তিদের শহীদ হিসেবে গেজেটভুক্তির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।”