Ridge Bangla

জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ, আগস্টে সংলাপ

আগামী জুলাই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। অর্থাৎ, আমরা প্রাক-রোডম্যাপের কাজ শুরু করেছি। আগামী জুলাই মাসের মধ্যে লিখিত রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”

ভোটার তালিকা প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, “তফসিল ঘোষণার আগে পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখার বিষয়ে কাজ চলছে। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে যারা ১৮ বছরে পা দেবেন, তারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন, সে লক্ষ্যে আইন সংশোধনের চিন্তা করা হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে ১১ এপ্রিল, তবে কিছু কেন্দ্রে কার্যক্রম এখনও চালু আছে। আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, “আচরণবিধি, নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা ও বিদেশি পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের কাজ প্রায় শেষ। কমিশনের অনুমোদন পাওয়ার পর এসব মুদ্রণে যাবে।”

তিনি আরও জানান, “নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে, অবাধ ও নিরপেক্ষভাবে হয়, সেজন্য কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। আগস্ট মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।”

আরো পড়ুন